লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে রাজি হয়েছে চীন-ভারত। আগামি ২৩ জুন চীন ও রাশিয়ার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘ ২৩ জুন রাশিয়া-চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগ দেবেন। করোনা মহামারী, বৈশ্বিক নিরাপত্তা ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
যদিও ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, উপত্যকার ৫ কিলোমিটার জুড়ে সামরিক গাড়ি মোতায়েন করেছে চীন। আর এ উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছ থেকে ১২টি সুখোই এবং ২১টি মিগ ২৯এস যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
এমতাবস্থায়, রাশিয়া বিবাদমান ভারত চীনের মধ্য কীভাবে মধ্যস্ততার দায়িত্ব পালন করে সেটাই এখন দেখার বিষয়।
বার্তা কক্ষ , ২০ জুন ২০২০
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur