চীন বাংলাদেশের ৫১৬১ পণ্যে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা দিয়েছে। ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর হবে বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।
সূত্র জানায়, চীন বাংলাদেশের জন্য যেসব পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। তার মধ্যে দিয়ে বাংলাদেশ চীনা বাজারে মোট রপ্তানি পণ্যের ৯৭ % শুল্ক মুক্ত সুবিধা পাবে।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা শুল্কমুক্ত সুবিধা নিয়ে বার্তা পাঠিয়েছেন। সে বার্তায় ৫,১৬১টি পণ্যের শুল্ক মুক্ত রপ্তানির সুবিধার কথা বলা হয়েছে। এর মধ্যে দিয়ে চীনা বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির দুয়ার খুলবে।
বার্তা কক্ষ , ২০ জুন ২০২০
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur