চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান ভদ্রের স্ত্রী রেহানা বেগম (৩৫) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
১৮ জুন বৃহস্পতিবার সকালে হাসপাতালটির করোনা ওয়ার্ডে ওই নারীর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই নারী তিন কন্যা সন্তানের জননী এবং অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বৈচাতরী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী জানান, রেহানা বেগম বেশ কয়েক দিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
প্রতিবেদক:শিমুল হাছান,১৮ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur