চাঁদপুরের আরো দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এঁরা হাজীগঞ্জ থানায় কর্মরত। এছাড়া ৬ জুন মতলব দক্ষিণ উপজেলার দগরপুর গ্রামে উপসর্গ নিয়ে মারা যাওয়া জাহাঙ্গীর পাটওয়ারী রিপোর্ট বুধবার দিবাগত রাতে পজিটিভ এসেছে।
এ হিসেবে ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯৩ জন। আর মৃতের সংখ্যা হচ্ছে ২৫ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ১৬ জনের রিপোর্ট আসে। এর মধ্যে দুই পুলিশ সদস্যের রিপোর্ট আসে পজিটিভ। বৃহস্পতিবার পর্যন্ত চাঁদপুর জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২ হাজার ৭শ’ ২৭ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ২ হাজার ১শ’২২ জনের।
রিপোর্ট অপেক্ষায় আছে ৬শ’৫ জনের। সুস্থ হয়েছেন ৭৬ জন। আর চিকিৎসাধীন আছেন ১শ’ ৯২ জন।
স্টাফ করেসপন্ডেট,১২ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur