Home / চাঁদপুর / চাঁদপুরে ৩ দিনের ব্যবধানে তিন ইউপি চেয়ারম্যানের মৃত্যু
চাঁদপুরে ৩ দিনের ব্যবধানে

চাঁদপুরে ৩ দিনের ব্যবধানে তিন ইউপি চেয়ারম্যানের মৃত্যু

চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় মঙ্গলবার ও বৃহস্পতিবার তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনাভাইরাসে, একজন জ্বর-সর্দি নিয়ে এবং অন্যজন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এসব তথ্য নিশ্চিত করেছেন।

১১ জুন বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকায় নিজ বাসায় মারা যান মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলী আক্কাস বাদল ( ৫৩)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।

এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে করোনা উপসর্গ জ্বর-সর্দি নিয়ে নিজ বাড়িতে মারা যান শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শফি আহমেদ মিন্টু (৬৫)।

আরও পড়ুন…

শাহরাস্তির ইউপি চেয়ারম্যান শফি আহমেদ মিন্টু আর নেই

একই দিন কচুয়া উপজেলার গোহাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল হাই মুন্সী (৭০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান।

আরও পড়ুন…

কচুয়ায় ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু

 

প্রতিবেদক:খান মো.কামাল ,১১ জুন ২০২০