করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে মতলব উত্তর-দক্ষিণ উপজেলায় এ পর্যন্ত যাঁরা( নারী-পুরুষ) এ দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তাদের প্রত্যেকের প্রতি গভীর শোক জানিয়েছেন সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
এ ভয়াবহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার কারনে অনেকে বাবা,মা,ভাই বোন,স্ত্রী- সম্তান বা প্রতিবেশী হারিয়েছেন তাদের প্রতিও সমবেদনা জানিয়েছেন এমপি মহোদয়।
এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীনে রয়েছেন তাঁদের যেন মহান সৃস্টি কর্তা দ্রুত সুস্থতা দান করেন সেজন্য আল্লাহর প্রতি দোয়া চেয়েছেন তিনি।পাশাপাশি এ ভয়ানক করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা,বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, নিজেকে ও পরিবার পরিজনকে সুরক্ষা রেখে সরকারের বিধি নিষেধগুলো মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান সাংসদ।
এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এমপির ব্যক্তি এপিএস এডভোকেট লিয়াকত আলী সুমন এ শোক জানান।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৮ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur