জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ (চাঁদপুর) :
হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা দিয়ে তোপের মুখে পড়তে দেখা যায় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে।
দু’দিন পূর্বে আবারো হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার খবরে অছাত্র নেতারা নেতৃত্ব পাওয়ায় রাজপথে ছাত্রলীগ কর্মীদের একাংশ উত্তপ্ত হয়ে ওঠে। তাদের দাবি, প্রকৃত ছাত্রনেতারাই ছাত্রলীগের নেতৃত্বে আসতে হবে। তা না হলে অছাত্র নেতাকে কমিটি থেকে বাদ না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তারই ধারাবাহিকতায় সোমবার রাত ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ধেররায় চাঁদপুর সরকারি কলেজের ছাত্র ও পৌর ছাত্রলীগ নেতা হান্নান গাজীর নেতৃত্বে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার মূল নায়ক ছাত্রলীগ নেতা হান্নান গাজীকে আটক করে চাঁদপুর মডেল থানায় প্রেরণ করে।
আপডেট: বাংলাদেশ সময় : ১০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৪:২৭ পূর্বাহ্ণ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur