দেশের সকল সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি কলেজ, মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্কুল এবং স্কুল এন্ড কলেজে ডিজিটাল উপস্থিতি বাধ্যতামূলক হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সকল সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি কলেজ, মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্কুল এবং স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতির জন্য সংশ্লিষ্ট শিক্ষা-প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং ইআইআইএন নং ই-মেইলে আগামি রোববারের ৭ জুন-২০২০ মধ্যে অধিদপ্তরে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
উল্লিখিত তথ্যাদির সফট্ কপি নিকষব্যান (NikoshBAN) ফন্টে ওয়ার্ড ডকুমেন্টস (Word Documents) হিসেবে dd.hm.dshe@gmail.com এ ই-মেইলে পাঠাতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
ইতোমধ্যে, মাউশি’র এ আদেশ সকল কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান এবং আঞ্চলিক উপ-পরিচালক (কলেজ শাখা) ও আঞ্চলিক উপ-পরিচালকের (বিদ্যালয় ও পরিদর্শন শাখা) কাছে পাঠানো হয়েছে।
ঢাকা ব্যুরো , ৭ জুন, ২০২০
এজি