চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: এরশাদ মুন্সী (৬৫) মারা গেছেন (ইন্না…রাজিউন)। শনিবার রাত ১২টার দিকে শ্রীরামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট ও বুকব্যাথা জনিত আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।
৩১ মে রোববার জানাযা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে কচুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. এমদাদুল হক রোমন,সাংগঠনিক সম্পাদক মো. হানিফ মিয়াজী ও কচুয়া পৌর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান খান শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৩১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur