চাঁদপুর জেলা পুলিশের মাধ্যমে আইজিপির পক্ষ থেকে অনুদান পেলেন করোনাযুদ্ধে শহীদ পুলিশ সদস্য মোখলেসুর রহমানের পরিবার।
ওই পরিবারকে ঝুঁকিভাতা হিসেবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৫ লাখ টাকা এবং ওয়াল্টন লিমিটেড কোম্পানীর পক্ষ থেকে আরো ১ লাখ টাকা পেয়েছে পরিবারটি।
৩১ মে রোববার চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) পুলিশ সদস্য মোখলেসুর রহমানের পরিবারের কাছে ৬ লাখ টাকা তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ মিজানুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জনাব (সদর) মোঃ আসাদুজ্জামান ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ্ আলম।
এই সহায়তা ও সহমর্মিতা পেয়ে উপস্থিত শহীদ পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
শহীদ পুলিশ সদস্য মোখলেসুর রহমান চট্টগ্রাম জেলার সদর কোর্টে কর্মরত ছিলেন। তিনি গত ১৯ মে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা গ্রামে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও পুত্র সন্তান রেখে যান।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur