সানাউল হক :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া খান বাড়ি এলাকায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় সিএনজি অটোরিক্সা উল্টে গিয়ে করিম সর্দার (৬৫) নামে এক ব্যাক্তি নিহত এবং আহত হয়েছেন আরো ২জন।
সোমবার (২২ জুন) দুপুর দেড়টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত করিম সর্দারের বাড়ী হাইমচর উপজেলার চরভৈরবী গ্রামে। তাক্ষণিক তার পিতার নাম জানা যায়নি। আহতরা হচ্ছে ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী তানিয়া (২৬) ও তার ছোট বোন কাকলী (২৩)।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ফরিদগঞ্জ থেকে চাঁদপুরগামী বালুবাহী ট্রাক্টর এবং চাঁদপুর থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই করিম সর্দারের মৃত্যু হয়। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আপডেট: বাংলাদেশ সময় ০৪:০৭ অপরাহ্ন, ২২ জুন ২০১৫, সোমবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।