স্টাফ করেসপন্ডেন্ট :
আজ ২২ জুন সোমবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মরহুম আবদুল করিম পাটওয়ারী স্মৃতি আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিকেল ৪টায় মুখোমুখী চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজার ডিগ্রি কলেজ বনাম হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল কলেজ।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে অংশ নিয়েছিলো জেলার ১৬ টি কলেজ ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন।
সভাপতিত্ব করবেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শামসুন্নাহার বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
আপডেট: বাংলাদেশ সময় ০৩:৫১ অপরাহ্ন, ২২ জুন ২০১৫, সোমবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur