ঈদের দিনেও চাঁদপুরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি (৪০) হাইমচরের চরভাঙ্গা এলাকার বাসিন্দা। এক সপ্তাহ পূর্বে তিনি ঢাকার আব্দুল্লাপুর থেকে নিজ বাড়িতে আসেন। সোমবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েৃ দাঁড়িয়েছে ১৪৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২জন। সুস্থ হয়েছেন ২৩জন। চিকিৎসাধীন ১১১জন।
সিভিল সার্জন অফিসে সূত্র আরো জানায়, সোমবার (ঈদের দিন) আরো ৩জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১জন পজেটিভ। আর বাকী ২জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮১, ফরিদগঞ্জে ২৬, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৭, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ৪জন।
স্টাফ করেসপন্ডেন্ট, ২৫ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur