বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সোমবার সন্ধ্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের জ্যেষ্ঠ নেতারা। সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানের বাসাভবন ফিরোজায় যাবেন স্থায়ী কমিটির সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়হবেবলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো। স্বাস্থ্য বিধি মেনে এই সাক্ষাত হবে।
২৫ মার্চ থেকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। ওইদিন থেকে তিনি গুলশানের বাসায়ই অবস্থান করছেন। করোনা্ পরিস্থিতিতে প্রথম কয়েক দিন তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।করোনা পরিস্থিতি ও জামিনের শর্ত অনুযায়ী তিনি দলের নেতাদেরও দেখা দিচ্ছেন না।
ঢাকা ব্যুরো চীফ,২৫ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur