নিজেকে বদলাই-সমাজকে বদলাই’ এই সস্নোগানকে ধারণ করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঘনিয়া সাঈদিয়া যুব কাফেলার উদ্যোগে ৪র্থ দফায় ঈদ উৎসব প্যাকেজ বিতরণ করা হয়েছে।
২৩ মে শনিবার সন্ধ্যা থেকে ঘনিয়ার বিভিন্ন পাড়া-মহল্লায় এতিম, গরীব, অসহায়, দরিদ্র ও মধ্যবিত্ত প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উৎসব সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
উক্ত ঈদ উৎসব প্যাকেজিং এ রয়েছে সেমাই, চিনি, মোরগ, পলাউর চাল, তৈল, পেয়াজ, আলু, মোসলা সামগ্রী।
ঘনিয়া সাঈদিয়া যুব কাফেলার সভাপতি পীরজাদা হাফেজ মোঃ বজলুল হক জানান, আমাদের নিঃস্বার্থ কিছু তরুণ ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও প্রবাসী ভাইদের সমন্বয়ে এবং মুরব্বিদের পরামর্শে ঈদে ফিতর উপলক্ষে উৎসব সামগ্রী পোঁচে দেওয়ার উদ্যাগ গ্রহন করা হয় ।এর আগে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিশ্ব মহামারি উপলক্ষে ৩য় দফা খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
যুবকদের এই ছুটেচলার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ কিংবা লৌকিকতা নেই। তাদের এই আত্মত্যাগ কেবল আল্লাহকে রাজি-খুশি করার জন্যে। তারা সবসময় সামাজিক কাজে মানুষের পাশে থাকার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ২৩ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur