স্পোর্টস করেসপন্ডেন্ট :
প্রথমবারের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৫ উইকেটে জয়ের পর অভিনন্দন জানান তারা। এ জয়ের ফলে সিরিজ নিশ্চিতের পাশাপাশি সিরিজে ২-০তে এগিয়ে গেল টাইগাররা।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাটি শুরু হবে বিকেল ৩টায়।
উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পক্ষে ৪৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েন গত ম্যাচে অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান। অভিষেকের পর টানা দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ব্যক্তি হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন সাতক্ষীরার এই সন্তান।
আপডেট: বাংলাদেশ সময় ১১:৪২ অপরাহ্ন, ২১ জুন ২০১৫, রোববার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur