Home / চাঁদপুর / চাঁদপুরে একই পরিবারের ৬ জনসহ আরো ১৮ জনের করোনা শনাক্ত
isolation-unit
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এলোকায় আইসোলেশন ইউনিট (ফাইল ছবি)

চাঁদপুরে একই পরিবারের ৬ জনসহ আরো ১৮ জনের করোনা শনাক্ত

চাঁদপুর জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা আরো ১৮ জন বেড়েছে। এদের মধ্যে চাঁদপুর শহরের চিত্রলেখা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া স্বামী-স্ত্রী ও শাহরাস্তির মৃত ১জন রয়েছেন। এছাড়া চাঁদপুর শহরের একই পরিবারের (জেলা পরিষদের স্টাফ) ৬জনসহ জেলা শহরে নতুন ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

২০ মে বুধবার দুপুরে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ৮জন।

এর আগে চাঁদপুর শহরে করোনা উপসর্গ নিয়ে ১৮ মে সোমবার রাত ৮টার দিকে শহরের চিত্রলেখা এলাকার নিজ বাড়িতে স্ত্রী রাবেয়া বেগম (৭২) ও ১৯ মে মঙ্গলবার ভোর ৫ টায় স্বামী মুজিবুর রহমান পাটোয়ারী মারা যান। তাদের এক ছেলে ও নাতি করোনায় আক্রান্ত ছিলৈন হিসেবে মারা যাওয়ার আগেরে দিন ১৭ মে রোববার সকালে করোনা স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছিলো।

মৃতদের ছেলে ছেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর) আনোয়ার হাবিব কাজল জানান, আমার মা সোমবার রাতে শহরের চিত্রলেখা এলাকার বাসায় মারা যান। এরপর রাত সাড়ে ৩টায় আশিকাটি ইউনিয়নের হোসেনপুরের গ্রামের বাড়িতে দাফন করে শহরের বাসায় আসি। এর দেড় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা গেলেন বাবাও। আমার বাবা মুজিবুর রহমান পাটোয়ারী গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

সিভিল সার্জন অফিস জানায়, এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪জন। এর মধ্যে মৃত ৮জন, সুস্থ হয়েছেন ২১ জন। বাকীরা চিকিৎসাধীন। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৩, ফরিদগঞ্জে ১১, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৪, শাহরাস্তিতে ৭ ও হাইমচরে ২জন।

১৮ জনের করোনা শনাক্ত
চাঁদপুর টাইমস রিপোর্ট, ২০ মে ২০২০