এবার ধান কেটে নিজে গাড়ি চালিয়ে কৃষকের বাড়িতে ধান পৌঁছে দিলেন। করোনাভাইরাসের প্রভাবে চাঁদপুরে ধান কাটা শ্রমিক সংকটের এ সময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য ও ছাত্র লীগের সভাপতি। তারা দরিদ্র কৃষকদের খেতের পাকা ধান কেটে নিজে গাড়ি চালিয়ে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছেন।
সোমবার সকাল থেকে ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য, চাঁদপুর সদর উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি পারভেজ গাজী রনির নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ নেতা-কর্মী চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় কৃষকের খেতের ধান কেটে দেন।
পারভেজ গাজী রনি বলেন, করোনার প্রভাবে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। কৃষকরা সময়মতো ধান কেটে ঘরে তুলতে না পারলে খেতেই নষ্ট হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমরা এলাকার দরিদ্র কৃষকের ধান কেটে দিলাম।
যত দিন পর্যন্ত এ এলাকায় খেতে ধান থাকবে তত দিন নেতা-কর্মীদের নিয়ে তা কেটে দেবেন বলেন জানান তিনি।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১৯ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur