চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম লুৎফুর রহমান পাটওয়ারীর স্ত্রী, চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য খোদেজা রহমান মারা গেছেন।
১৭ মে রোববার রাত ১১টার কিছু সময় পর চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে আনার পরপরই মারা যান তিনি। এ ঘটনায় চাঁদপুরের আওয়ামী পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
খোদেজা রহমান মহিলা আওয়ামী লীগ নেত্রী ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য।
স্টাফ করেসপন্ডেন্ট, ১৮ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur