করোনাভাইরাস মহামারির মধ্যেই উন্মুক্ত স্থানে আসন্ন ঈদের নামাজ পড়তে পারবেন ইরানের নাগরিকেরা। ১৭ মে রোববার দেশটির করোনা প্রতিরোধ কমিটি এই ঘোষণা দিয়েছে। ইরানের সব শহরেই খোলা জায়গায় ঈদের নামাজ পড়া যাবে। এর আগে নিয়মিত জামাতের অনুমতি দেয়া হয়েছিল।
সেক্রেটারি হোসেইন কাজেমি জানান, সবগুলো শহরে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আয়োজন করা হবে। তবে যেখানে মানুষের উপস্থিতি বেশি হতে পারে সেখানে আয়োজন করা হবে না। তিনি আরও জানান, রমজান শেষে স্বাস্থ্যবিধি মেনে রেস্তোরাঁ চালুর অনুমতি দেওয়া হবে।
রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫১ জন মারা গেছেন। এছাড়া একদিনে শনাক্ত হয়েছে এক হাজার ৮০৬ জন। এ পর্যন্ত ইরানে এক লাখ ২০ হাজার ১৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৯৮৮ জন। আক্রান্তদের মধ্যে ৯৪ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এর আগে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি আগের চেয়ে ভালোর দিকে। তবে এখনও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সূত্র- গালফ নিউজ।
১৮ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur