দেশের চলমান পরিস্থিতিতর করোনা রোগীদের নমুনা সংগ্রহ করতে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি ডক্টর সেফটি চেম্বার স্থাপন করা হয়েছে। এখন থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের টিকেক কাউন্টারের কাছেই এই ডক্টর সেফটি বুথটিতে রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে। এতে করে স্বস্থ্য সুরক্ষায় অনেকটা নিশ্চিত থাকবেন নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মীরা।
জানা যায়, এতদিন ধরে চাঁদপুরে করোনা আক্রান্ত সন্দেহ ভাজন রোগীদের নমুনা সংগ্রহ করা হতো হাসপাতালেরই একটি আলাদা ভবনের কক্ষে। যা ছিলো খুবই ঝুঁকিপূর্ণ। এতদিন এই হাসপাতালটিতে এমন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকায় অনেকটা ঝুঁকির মধ্য দিয়েই রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন হাসপাতালের সংশ্লিস্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা। দেশের এই ভয়াবহ চলমান পরিস্থিতিতে জেলার একটি প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ডক্টর সেফটি চেম্বার বুথ স্থাপন করায় এখন অনেকটাই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত থাকবে বলে মনে করছেন হাসপাতালের চিকিৎসকগন।
জানাযায়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের সচিব মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারীর তত্বাবধানে এবং আমেরিকা প্রবাসী ফরিদগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক সাজ্জাদ রশিদ সুমনের ব্যাক্তিগত অর্থায়নে ১৬ মে শনিবার বেলা দুপুরে এই ডক্টর সেফটি চেম্বারটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেয়া হয়। আর এটি স্থাপন করা হয়েছে হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে।
এখন থেকে নিয়মিত এই সেফটি চেম্বার বুথেই রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হবে।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডাক্তার সুজা উদ্দৌলা রুবেল, বলেন, চাঁদপুর সদর হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ জন রোগীর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এতদিন অনেক ঝুঁকির মধ্য দিয়ে হাসপাতালের একটি কক্ষে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হতো। এখন থেকে করোনায় আক্রান্ত সন্দেহ ভাজন রোগীদের এখান থেকেই নমুনা সংগ্রহ করা হবে।
তিনি বলেন, এই ডক্টর সেফটি টি সুরক্ষাটা বেশি নিশ্চিত হয়ে থাকে। তাই এটি হাসপাতালে স্থাপন করাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে।
সেফটি চেম্বারটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিব উল- করিম সহকারী পরিচালক ডাক্তার এ কে এম, মাহবুবুর রহমান, জেলা বি এম এ’র সভাপতি ডাক্তার সৈয়দ মোঃ নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুন্নবী মাসুম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল, সহকারী রেজিস্ট্রার (অর্থো ও সার্জারি) ডাক্তার মোহাম্মদ ফরিদ আহমেদ চৌধুরী, হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা বি এম এর কাউন্সিলর ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীগন।
এ ছাড়াও একই দিনে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থা কমপ্লেক্সেও একই রকম একটি ডক্টর সেফটি চেম্বার উদ্বোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী প্রমুখ। এ সময়
সাজ্জাদ রশিদ ব্যবসায়ী কাজে দেশের বাহিরে থাকার কারনে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজ শেখ, বাবলু শেখ ও ফরহাদ শেখ, মামুন পাটওয়ারী ও শাহাদাত মিজি সহ আরো অনেকে।
উল্লেখ্যঃ ডক্টর সেফটি চেম্বার প্রদানকারী
চাঁদপুর জেলার, ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান মরহুম হাজী কাজীমুদ্দিন শেখের নাতি, এডভোকেট এম. এ রশিদ শেখের সুযোগ্য সন্তান সাজ্জাদ রশিদ সুমন। তিনি একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক। দেশের বর্তমান পেহ্মাপট চিন্তা করে করোনা মোকাবেলা করার জন্য ডাক্তারগন যাতে রুগীদের কাছে থেকে সেবা প্রদান করতে পারেন সেজন্য ডাক্তারদের নিরাপওার জন্য ডক্টরস সিফটি চেম্বার, Medical Equipments, PPE, মার্ক্স, হ্যান্ড গ্লুভ উপহার স্বরুপ প্রদান করেন ফরিদগঞ্জ সাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,১৭ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur