করোনা মহামারীতে আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডক্টর সেফটি চেম্বার স্থাপন করা হয়েছে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের সচিব মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারীর তত্বাবধানে এবং আমেরিকা প্রবাসী ফরিদগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক সাজ্জাদ রশিদ সুমনের ব্যাক্তিগত অর্থায়নে এই ডক্টর সেফটি চেম্বার হাসপাতালে কর্তৃপক্ষের কাছে দেয়া হয়।
১৬ মে শনিবার বেলা দুপুরে হাসপাতালের টিকেট কাউন্ডারের সামনে এই চেম্বারটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিব উল- করিম সহকারী পরিচালক ডাক্তার এ কে এম, মাহবুবুর রহমান, জেলা বি এম এ’র সভাপতি ডাক্তার সৈয়দ মোঃ নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুন্নবী মাসুম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল, সহকারী রেজিস্ট্রার (অর্থো ও সার্জারি) ডাক্তার মোহাম্মদ ফরিদ আহমেদ চৌধুরী, হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা বি এম এর কাউন্সিলর ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীগন।
এ ছাড়াও একই দিনে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থা কমপ্লেক্সেও একই রকম একটি ডক্টর সেফটি চেম্বার উদ্বোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী প্রমুখ। এ সময়
সাজ্জাদ রশিদ ব্যবসায়ী কাজে দেশের বাহিরে থাকার কারনে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজ শেখ, বাবলু শেখ ও ফরহাদ শেখ,মামুন পাটওয়ারী ও শাহাদাত মিজি সহ আরো অনেকে।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,১৬ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur