চাঁদপুরের হাজীগঞ্জে নতুন করে আরো এক নারীর দেহে করোনা টেষ্টের রির্পোট পজেটিভ এসেছে।
১৫ মে শুক্রবার চাঁদপুর সিভিল চার্জন অফিস সৃত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা এইচ এম সোয়েব আহমেদ চিশতী করোনায় ৩য় এ ব্যক্তির কথা নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত ওই নারী হাজীগঞ্জ বাজারস্থ হকার্স মার্কেট সংলগ্ন ট্রাক রোডের একটি বাড়িতে ভাড়া বাসায় থাকেন। শুক্রবার প্রকাশিত রিপোর্টে তার করোনা পজেটিভ আসায় বাড়ীটি লকডাউন করা হয়।
এ নিয়ে হাজীগঞ্জে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন এবং একজন নারী মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় নিহত নারীর করোনা পজেটিভ আসে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ.এম সোয়েব আহমেদ চিশতী হাজীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত নারীর বিষয়টি নিশ্চিত করে বলেন, সতর্কতা ও সচেতনতার বিকল্প নেই।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১৫ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur