যতদিন পর্যন্ত আল আকসা মসজিদে ফিলিস্তিনের পতাকা না ওড়াতে পারবো ততদিন আমরা থামবো না। দখলদার ইসরায়েল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত, তবে অতীতের মতো প্রতিরোধকামী ফিলিস্তিনি জনগন সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। ৭২তম নাকাবা বা বিপর্যয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
মাহমুদ আব্বাস বলেন- শুধু আল আকসায় নয়, আমরা পতাকা ওড়াতে চাই আমাদের রাজধানী বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমে। ইসরায়েল যত নির্যাতন চালাবে, আমরা তত শক্তিশালী হবো। ফিলিস্তিনের পবিত্র ভূমি থেকে যেদিন দখলদারদের বিদায় নিশ্চিত করব, সেদিনই আমাদের সংগ্রাম শেষ হবে।
তিনি আরো বলেন, ‘আমরা তেলআবিবের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আগ্রাসী মনোভাব থেকে সরে আসুন, অন্যথায় পরিস্থিতি কারো জন্যই ভালো হবে না। তেলআবিব যদি এরপরও দখল অব্যাহত রাখে তবে তার সঙ্গে নতুন করে আর কোনো চুক্তিতে যাবে না ফিলিস্তিন এবং চলমান সব চুক্তি বাতিল করা হবে।’
যতদিন পর্যন্ত আল আকসা মসজিদে ফিলিস্তিনের পতাকা না ওড়াতে পারবো ততদিন আমরা থামবো না। দখলদার ইসরায়েল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত, তবে অতীতের মতো প্রতিরোধকামী ফিলিস্তিনি জনগন সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। ৭২তম নাকাবা বা বিপর্যয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
মাহমুদ আব্বাস বলেন- ‘শুধু আল আকসায় নয়, আমরা পতাকা ওড়াতে চাই আমাদের রাজধানী বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমে। ইসরায়েল যত নির্যাতন চালাবে, আমরা তত শক্তিশালী হবো। ফিলিস্তিনের পবিত্র ভূমি থেকে যেদিন দখলদারদের বিদায় নিশ্চিত করব, সেদিনই আমাদের সংগ্রাম শেষ হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা তেলআবিবের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আগ্রাসী মনোভাব থেকে সরে আসুন, অন্যথায় পরিস্থিতি কারো জন্যই ভালো হবে না। তেলআবিব যদি এরপরও দখল অব্যাহত রাখে তবে তার সঙ্গে নতুন করে আর কোনো চুক্তিতে যাবে না ফিলিস্তিন এবং চলমান সব চুক্তি বাতিল করা হবে।’
বার্তা কক্ষ , ১৫ মে ২০২০
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur