চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা ভাইরাসে আরো একজন আক্রান্ত হয়েছেন। ১৭ মে (রোববার) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৪টি রির্পোটের মধ্যে একটি পজেটিভ হয়।
পজেটিভ হওয়া ব্যক্তি ফরিদগঞ্জ উপজেলার অধিবাসী হলেও বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ (৫০)।
এ নিয়ে ফরিদগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো ৮ জন। এদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে, দুইজন চিকিৎসাধীন রয়েছে এবং বাকীরা সুস্থ হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী জানান, নতুন আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যেই হোম কোয়ারান্টইনে ছিলেন। তার হার্টের সমস্যা থাকায় তার বিষয়ে চিন্তা করা হচ্ছে। তিনি জানান, এই পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলায় মোট ৭২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে ৬৪ টি রির্পোট এসেছে। ৮টি অপেক্ষমান রয়েছে।
প্রতিবেদক : শিমুল হাছান, ১৭ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur