চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা সায়েদ আলী মিয়া (৮৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
জানা গেছে,সায়েদ আলী মিয়ার করোনা রির্পোট পজেটিব আসলে তাকে গত ১ মে ঢাকা ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। টানা ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় ১১ মে সোমবার সকাল সাড়ে ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ও কচুয়ার আলীয়ারা গ্রামের কৃতি সন্তান ডা.এম.এ তাহের নয়ন বলেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহন শিশির এর বাবা সায়েদ আলী মিয়া গত জ্বর,কাশি,শ্বাসকষ্ট ও ডায়েবেটিস নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে আমি হাসপাতালে ভর্তি,কেবিনে স্থানান্তরসহ সব ধরনের সেবায় সহযোগিতা করেছি। কিন্তু তিনি সোমবার না ফেরার দেশে চলে চান।
মৃত্যুবকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। মরহুমের লাশ তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার জগতপুর গ্রামে দাফন করা হবে তার পুত্র মো.শাহজাহান শিশির জানিয়েছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur