কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নগরীতে সকল শো রুম, ব্রান্ডশপ, শপিংমল কিংবা মার্কেট ৩১ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার বিকেলে নগরীর মুন্সেফবাড়ীতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এর কার্যালয়ে জেলা দোকান মালিক সমিতির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ সব কথা জানানো হয়।
করোনা ভাইরাস বিস্তার রোধে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক, সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন, সহ-সভাপতি মোবারক হোসেন দুলাল, রেজাউল করিম বাদল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান বিপু, স্টেশন রোড দোকান মালিক সমিতির সাধারন জহিরুল ইসলামসহ আরো অনেকে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১০ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur