কুমিল্লার দেবিদ্বারে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ৮ মে শুক্রবার দন্ত চিকিৎসক, নারী, শিশুসহ একই পরিবারের আরো ৬ জন আক্রান্তের মধ্যদিয়ে এ উপজেলার করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জন।
এখন পর্যন্ত উপজেলার ৮টি গ্রামে এ সংক্রামণ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বৃহষ্পতিবার রাতে এক ব্যবসায়ীসহ ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল দেবিদ্বার উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত নবীয়াবাদ গ্রামের জীবন কৃষ্ণ সাহা নামের এক ব্যবসায়ী নারায়ণগঞ্জে গিয়ে মৃত্যু হয়। ওই ঘটনার ১০দিন পর উপজেলার বাগুর গ্রামের শাহজালাল মেম্বার করোনায় আক্রান্ত হয়ে মারা যান। একই দিন রাতে নবীয়াদের আতিকুলের (৬০) মৃত্যু হয়। এ নিয়ে গত ২৭দিনে দেবিদ্বারেই করোনায় আক্রারন্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়।
ওই দুই ব্যাক্তির মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের আত্বীয়-স্বজন ও তাদের সংস্পর্শে আসা লোকজনের নুমনা সংগ্রহ করে পরীক্ষা করেন। এতে নবীয়াবাদ ও বাগুর গ্রামে পজেটিভ রোগী পাওয়া যায় ১৩ জন।
গত সাপ্তাহে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে দেবীদ্বার পৌর শহর, বাগুর গ্রামের শাহ জালাল মেম্বারের মৃত্যুর ১০দিন পর অর্থাৎ ৩০এপ্রিল প্রবীণ হোমিও চিকিৎসক সুকুমার চন্দ্র দে’র মৃত্যুর মধ্য দিয়ে পজেটিভ রোগী পাওয়া যায় ৭ জন। তাৎক্ষনিক স্থানীয় প্রশাসন দেবীদ্বার উপজেলাকে রেড জোন ঘোষণা করে কঠিন করা হয় লকডাউন। বন্ধ করে দেওয়া হয় নিউ মার্কেটের কাঁচা বাজার।
তারপর থেকে বৃদ্ধি পেতে থাকে করোনা পজিটিভ রোগী। এরই মধ্যে করোনা পজিটিভে যুক্ত হন আরো দুইজন। এ দুইজন নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ায় ২২ জনে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,০৯ মে, ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur