চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও তার সহধর্মিণী আইরিন আলমের করোনা টেষ্টের রির্পোট নেগেটিভ এসেছে। শুক্রবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এইচ এম সোয়েব আহমেদ চিশতী এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ এপ্রিল প্রথম দুইজন হাজীগঞ্জে করোনা রির্পোট পজেটিভ আসলে দুই জনের কাছাকাছি থেকে দিকনির্দেশনা ও প্রতিনিয়ত মানুষকে সচেতনার লক্ষ্যে বাজারে কাজ করতে গিয়ে মেয়রের স্বাস্থ্যগত নজরে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
তারই ধারাবাহিকতা গত ৫ দিন পূর্বে এ্যাম্বুলেন্স যোগে মেয়রের বাসাভবনে গিয়ে মেয়র ও কার স্ত্রী’র নমুনা সংগ্রহ করে চাঁদপুর-সিভিল চার্জন ঢাকা আইইডিসিআরে পাঠায়। সেই রির্পোট শুক্রবার হাতে আসলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এইচ এম সোয়েব আহমেদ চিশতী ফোনে মেয়রকে করোনার রির্পোট নেগেটিভ এসেছে বলে জানান।
এ বিষয়ে পৌর মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন বলেন, প্রথমে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাচ্ছি। আমি কোন মনোবল হারাইনি, বরং কাজের মধ্যে থেকে মানুষের পাশে থাকার চেষ্টায় কাজ করে যাচ্ছি এবং আরো গতিবেগে কাজ করে যাবো।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৮ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur