বাংলাদেশের ইতিহাসে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশের প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে গড়েছেন নেতৃত্ব দিয়ে পঞ্চাশটি জয়ের রেকর্ড। তার অধীনে বাংলাদেশ দল ৮৮ ওয়ানডে খেলে জিতেছে ৫০টিতে। যা দেশের প্রেক্ষাপটে অভাবনীয় সাফল্যই বটে।
এই পঞ্চাশ জয়ের মধ্যে যেকোন তিনটি বেছে নিতে বলা হলে, আপনি হয়তো বসবেন ইতিহাস-পরিসংখ্যানের তালিকা নিয়ে। তবে অধিনায়ক মাশরাফির জন্য এ প্রশ্নের উত্তর দেয়া সহজ। তিনি নিমিষেই জানিয়েছেন নিজের অধিনায়কত্বের কোন তিন জয়কে এগিয়ে রাখেন অন্যগুলোর চেয়ে।
মাশরাফিকে এ প্রশ্ন করেছিলেন তারই দলের সতীর্থ বাঁহাতি ওপেনার, দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। সোমবার রাতে করা লাইভ সেশনে সাবেক ওয়ানডে অধিনায়কের উদ্দেশ্যে এ প্রশ্ন রাখেন বর্তমান ওয়ানডে অধিনায়ক।
এ প্রসঙ্গে তুলে তামিম বলেন, ‘আপনার অধীনে আমরা ৫০টি ওয়ানডে জিতেছি। এটা অবশ্যই অন্যতম বড় একটা মাইলফলক আমার মতে। সত্যিই অসাধারণ। এখান থেকে আপনি তিনটি জয়ের কথা বলেন যেগুলো আপনার হৃদয়ে ভালোভাবে জায়গা করে নিয়েছে।’
উত্তরে ভাবার জন্যও সময় নেননি মাশরাফি। যেন তার ঠোটের আগায় ছিল প্রথম দুইটি। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সাথে বিশ্বকাপের ম্যাচটা। যেটা জিতে আমরা কোয়ার্টার ফাইনাল খেললাম (২০১৫ বিশ্বকাপ)। তারপর বলতে হয় চ্যাম্পিয়নস ট্রফিতে (২০১৭) সাকিব-রিয়াদের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা অবিশ্বাস্য।’
এরপর একটু ভেবে তৃতীয় জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘ইংল্যান্ডের সাথে ঘরের মাঠে (২০১৬ মিরপুরে) দ্বিতীয় ম্যাচটা, তাসকিন তিনটা উইকেট পেল।’ তখন তামিম মনে করিয়ে দেন, ‘আপনি সে ম্যাচটায় শুরুতেই উইকেট নিয়েছেন ব্যাট হাতেও রান করেছেন।’
তামিমের এ কথার জবাবে তখনকার কোচ চন্ডিকা হাথুরুসিংহের বলা একটি কথা মনে পড়ে যায় মাশরাফির। তিনি বলেন, ‘হাথুরুসিংহে তো আমাকে বলত, তুমি কখনওই ব্যাট হাতে রান করে ম্যাচ জেতাতে পারবে না (হাসি)।’
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষ হোম সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ের প্রত্যক্ষ অবদান ছিল মাশরাফির। সেদিন ব্যাট হাতে ২৯ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলার পর, বল হাতে মাত্র ২৯ রানে শিকার করেছিলেন ৪ উইকেট। বাংলাদেশের ৩৪ রানের জয়ে তিনিই পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।
বার্তা কক্ষ,৫ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur