চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরওয়েভস্টার গ্রাম থেকে অস্ত্রসহ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ২ মে রাত রাতে ১০টার দিকে ওই গ্রাম হতে মোঃ জাহিদ শিকদার (২০) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি পুরাতন দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়েছে।
৩ মে রোববার চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় রিভলবারসহ স্থানীয় জনগণ জাহিদ শিকদারকে আটক করে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে থানা পুুলিশ সূত্রে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি, ৩ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur