চাঁদপুর শহরের নতুন বাজার ও ওয়ারলেছ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫শ’টাকা জরিমানা করা হয়েছে।
২ মে শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
মূল্য তালিকা না প্রদর্শন করায় এবং পণ্যের দাম আপডেট না থাকায়, ৯ প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর কার্যালয় থেকে জানানো হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনা এবং পরিচালক প্রশাসনের তত্ত্বাবধানে সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার নতুন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ বাজার অভিযান পরিচালনা করা হয়।
ওইসময় মাস্ক, হ্যান্ডহ স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদির মূল্যও যাচাই করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং নায্যমূল্যে পণ্য বিক্রয় করতে সব ব্যাবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।
প্রতিবেদক:মনিরুজ্জামান বাবলু,২ মে ২০২০