বরিশাল থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল নোয়াখালী যাওয়ার সময় চাঁদপুর সদরের চান্দ্রা বাজার এলাকায় বাইকের নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় হাসান (৩৫)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২ মে শনিবার বেলা ১২ টার দিকে চান্দ্রা চৌরাস্তার হানিফ দেওয়ানের বাড়ি সংলগ্নস্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃত হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার শিলন্দিয়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। তিনি লাভইলো আইসক্রীম কোম্পানীতে বিক্রয় কর্মী হিসেবে চাকুরী করতেন।
চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী জানান, শনিবার বেলা ১২ টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যাক্তি মোটর সাইকেল চালিয়ে নোয়াখালী যাচ্ছিলেন। মোটর সাইকেলটি চান্দ্রা চৌরাস্তা হানিফ দেওয়ানের বাড়ির সামনে গেলে নিয়ন্ত্রন হারিয়ে চলতি অবস্থায় গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। আমি তাৎক্ষনিক গ্রাম পুলিশের মধ্যেমে তাকে চাদঁপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্য হয়। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। তবে মোটর সাইকেলটি আমার হেফাজতে রয়েছে। পরিবারের সন্ধ্যান পাওয়া গেলে আমরা তাদের হাতে তা তুলে দিবো।
জানাগেছে, সারাদেশে করোনা ভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় গত মাসে কোম্পানী থেকে ছুটি দেয়া হয় হাসানকে। সে তখন বাড়িতে চলে যায়। এখন আবার তাকে কাজে যোগদানের জন্য বলা হলে সে মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে রওয়ানা হয়ে হারিণা ফেরিঘাট পার হয়। ফেরিঘাট থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হলে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকায় মটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
ডাঃ নুরে আলম জানান, এই বিষয়ে চাঁদপুর মডেল থানা পুলিশকে জানানো হয়েছে। যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
স্টাফ করেসপনে্ডট,২ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur