শনিবার সকালে চাঁদপুরের সিভিল সার্জন অফিসে আইইডিসিআর থেকে ৭৫জনের করোনা টেস্টের রিপোর্ট এসেছে। তাদের সবার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ তারা কেউ করোনায় আক্রান্ত নন। এর আগে শুক্রবার মাত্র ১জনেরে রিপোর্ট আসে। সেটিও নেগেটিভ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চাঁদপুর থেকে সর্বমোট নমুনা (স্যাম্পল) পাঠানো হয়েছে ৪৩২জনের। রিপোর্ট এসেছে ৩৭২জনের। রিপোর্ট অপেক্ষায় আছে ৬০টি।
এর মধ্যে ১৭জন করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২জন মৃত ও ৫জন সুস্থ হয়েছেন। বাকী ১০জন এখনো চিকিৎসাধীন। কারো অবস্থাই গুরুতর নয়।
বার্তা কক্ষ, ২ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur