আজ বুধবার থেকে কুমিল্লা মেডিকেল কলেজে করোনা আক্রান্ত রোগীর নমুনা পরীক্ষা শুরু হয়েছে।২৭ এপ্রিল সোমবার মেজিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস পরিক্ষার পিসিআর মেশিন উদ্বোধন করেন জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার।
মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের প্রধান ডা. কান্তি প্রিয় দাশ জানান, এই ল্যাবরেটরিতে প্রতিদিন সর্বোচ্চ ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। নমূনার ফলাফল ঢাকায় প্রেরন করা হবে। সেখান থেকে কেন্দ্রীয় ভাবে ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে আগামী কয়েকদিনের মধ্যে ৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের কিছু যন্ত্রপাতি স্থাপন শেষে কয়েকদিনের মধ্যেই ডেডিকেটেড কোভিট-১৯ হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,২৯ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur