ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ১০ কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত কারারক্ষীরা সবাই হাসপাতালে অসুস্থ কয়েদি ও হাজতিদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তারা বর্তমানে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালসহ মুগদা জেনারেল হাসপাতাল ও মিরপুরে সরকার বরাদ্দ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার মাহবুব রহমান জানান, করোনা আক্রান্ত কারারক্ষীরা পুরান ঢাকার কারাগার থাকতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। কিছুদিন আগে এক কারারক্ষী প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হন। তার সংস্পর্শে যারা ছিল তাদেরসহ পুরান ঢাকার কারাগারে থাকা বেশ কয়েকজনের করোনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
তিনি বলেন, ‘করোনা পজিটিভ নিয়ে যেসব কারারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, কারা কর্তৃপক্ষ সবসময় তাদের খোঁজ-খবর রাখছে। চিকিৎসাসহ তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’
ঢাকা ব্যুরো চীফ,২৯ এপ্রির ২০২০