চাঁদপুরের ফরিদগঞ্জ পুলিশের অভিযানে ১৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার কালির বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ইলিয়াস উদ্দিন, এএসআই শ্যামল শর্মা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কালির বাজারে অভিযান চালিয়ে এসব জব্দ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব চাঁদপুর টাইমসকে জানান, ‘জাটকা ইলিশগুলো জব্দ করে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আমরা স্থানীয় রিকশা চালকদের মাঝে বিতরণ করে দিয়েছি।’
প্রতিবেদক : শিমুল হাছান, ২৮ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur