এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিমানবন্দরে কর্মরত একজন চিকিৎসক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিফেরত যাত্রীদের স্ক্রিনিং করেছিলেন তিনি।
গত ২৩ এপ্রিল তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে রাতে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা.শাহরিয়ার সাজ্জাদ।
তিনি বলেন,’আমার একজন সহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন হোম কোয়ারেন্টিনে বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাঁর সঙ্গে একত্রে দায়িত্ব পালন করা বিমানবন্দরের অন্য স্বাস্থ্যকর্মীদেরও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’
বিমানবন্দর সূত্র জানায়,করোনা আক্রান্ত এই চিকিৎসক সর্বশেষ ১৫ এপ্রিল বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। সেদিন সৌদিফেরত যাত্রীদের স্ক্রিনিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। ১৯ এপ্রিল তার মাঝে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর নমুনা টেস্ট করা হলে ২৩ এপ্রিল তার করোনা পজেটিভ শনাক্ত হয়।
বর্তমানে বিমানবন্দরে একাধিক শিফটে ২৮ জন চিকিৎসক কর্মরত আছেন বলে জানান ডা. শাহরিয়ার সাজ্জাদ।
বার্তা কক্ষ,২৭ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur