প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে কুমিল্লার দেবীদ্বারে কৃষকের ধান কাঁটা কাঁটা মরাই করে বাড়ীতে পৌছে দিয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।
সকালে উপজেলা নোয়াবগঞ্জ মাঠে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ছাত্রলীগ নেত-কর্মীরা মরহুম মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার বিধবা স্ত্রী রোকেয়া বেগমসহ কয়েকজন কৃষকের ধান কেঁটে মারাই করে দিয়েছে ছাত্রলীগ।
আবু কাউছার অনিক জানান, করোনা ভাইরাসের কারনে ধান কাঁটার শ্রমিক সংকটে পরে কৃষকগন সময় মত ধান কাঁটতে পারছে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের মানবিক নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্র সংসদ উৎসাহ উদ্দেপনায় কৃষকদের ধান কাঁটতে ছাত্রলীগের এ উদ্যোগ।
প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা।। ২৬ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur