চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে বজ্রপাতে রোববার দুপুরে এক নৌকা মাঝির মৃত্যু হয়েছে। চাঁদপুর ফায়ার সার্ভিস সদস্যরা মাঝির মৃত দেহ নদী থেকে উদ্ধার করেছে।
মধ্য ইচুলি শেখ বাড়ির মৃত রুস্তম আলী শেখের ছেলে আঃ হামিদ শেখ (৬০)তিনি ২মেয়ে ১ছেলের জনক।
নৌকার মাঝিরা জানায়, আঃ হামিদ শেখ ঢালির ঘাট এলাকার ডাকাতিয়া নদীতে ডিঙ্গি নৌকাযোগে যাত্রি পারাপার করতো। সে নদী পার হয়ে নিজ বাড়ির উউদ্দেশ্যে আসছিল। এসময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে তা আঃহামিদ শেখের উপর পরলে সে নদীতে পরে যায়।আশে পাশে নদীতে থাকা মাঝিরা তা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্হানীয় লোকজন চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়।
নৌ ফায়ার সার্ভিসের লিডার মোসলেম মিয়াজি জানান, মাঝিদের দেখানো স্হানে ডুবুরি আমিনুর রহমান ডাকাতিয়া নদীতে নেমে প্রয় ৩০ ফুট গভির পানির তলদেশ থেকে আঃহামিদ শেখের লাশ উদ্ধার করে। মৃত আঃহামিদ শেখের শরীরের একাংশ বজ্রপাতের আঘাত লেগেছে। যার কারণে সে নদীর পানিতে পরে তলিয়ে যায়।
শরীফুল ইসলাম,২৬ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur