Home / আন্তর্জাতিক / ইন্দোনেশিয়ায় মসজিদে জামাতে নামাজ আদায়
নামাজ

ইন্দোনেশিয়ায় মসজিদে জামাতে নামাজ আদায়

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশে মসজিদে জামাতে নামাজ বন্ধ করা হয়েছে । তবে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে মসজিদে জামাতে নামাজ আদায় করেছে্ন মুসল্লিরা। রমজান উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশটিতে মুসল্লিরা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করেন।

এদিকে ইন্দোনেশিয়ার অন্যান্য প্রদেশগুলোতে তারাবির নামাজ বাড়িতে পড়ার নির্দেশ থাকলেও করোনা ভাইরাসের প্রকোপ কম থাকায় আচেহ প্রদেশে মসজিদে এই নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এ পর্যন্ত সাত জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক জন।

আন্তর্জাতিক ডেস্ক