মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শিকারীকান্দি গ্রামোমে গত বৃহস্পতিবার দুপুরে মারা যাওয়া রিপন নামে যুবক করোনায় আক্রান্ত ছিলেন না। মঙ্গলবার দুপুরে তার রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
জ্বর, সর্দি, কাশি প্রভৃতি করোনার উপসর্গ ছিল তার। অসুস্থ অবস্থায় তিনি কুমিল্লার দাউদকান্দিতে তার শ্বশুর বাড়িতে ছিলেন বেশ কয়েক দিন। সেখান থেকে বুধবার তাকে মতলব উত্তর উপজেলার পুটিয়ারপাড় এলাকায় অবস্থিত বোনের বাড়িতে দিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন।
স্থানীয় লোকজন অসুস্থতার কারণে তাকে সেখানে থাকতে আপত্তি করলে বৃহস্পতিবার সকালে শিকারীকান্দি গ্রামের নিজ বাড়িতে আনা হয়। ঐ দিন দুপুরে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয় এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। এ ঘটনায় যুবকের বাড়িসহ আশপাশের ৫টি বাড়ি লকডাউন করা হয়েছিল।
২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে তার রিপোর্ট -এ করোনায় সনাক্ত ছিলোনা (কোভিড- ১৯) নেগেটিভ আসার পর থেকে লক ডাউন তুলে নেওয়া হয়েছে।
প্রতিবেদক:কামাল হোসেন খান,২১ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur