চাল চুরির সংবাদ প্রকাশ করার ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফোরামের প্রেসিডেন্ট মিজান মালিক ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশসহ সংগঠনটির সদস্যরা।
এক বিবৃতিতে তারা বলেন, সংবাদ প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। কেউ তাতে বিক্ষুব্ধ হলে প্রতিবাদ দিতে পারতেন বা প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারতেন। কিন্তু তা না করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় এটা প্রতীয়মান হয় তারা সাংবাদিকদের কন্ঠরোধ করতে চাইছেন। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে এই মামলা প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি। তারা এ ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, চাল চুরির সংবাদ প্রকাশ করায় ঠাকুরগাঁওয়ে একজন রাজনৈতিক নেতা জাগো নিউজ ও বিডিনিউজ সম্পাদকসহ তাদের স্থানীয় প্রতিনিধিদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করে।
প্রেস বিজ্ঞপ্তি, ২০ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur