মহানুবভতার দৃষ্টান্ত দেখিয়েছেন ফরিদগঞ্জের ১১ নং চরঃদুখিয়া ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী ও তরুন সমাজ সেবক জাফর হাওলাদার।
১৪ এপ্রিল বুধবার রাতে জাফর হাওলাদারের পরিবারের সদস্যরা মধ্য-নিন্ম বিত্তদের ঘরে ঘরে গিয়ে দুই দরনের খাদ্য সামগ্যী হিসেবে চাল, ডাল, আলু, পেয়াজ, তৈল, লবন,সাবান, চিড়া, চিনিও মুড়ী পৌঁছে দেন।
এ বিষয়ে জাফর হাওলাদারের ছোট ভাই নাছির হাওলাদার বলেন, আমাদের সমর্থ্য অনুযায়ী স্ব-স্ব অবস্থান থেকে নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। মাননীর প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে বাহিরে না গিয়ে ঘরে অবস্থান করা এবং সকল বিপদে আল্লাহর সাহায্য কামনা করার জন্য অনুরোধ করেন।
এসময় নাছির হাওলাদার সকলের উদ্দেশ্য করে বলেন আপনা যারা মুখ খুলে কারো কাছে কোন দরনের খাদ্য সামগ্রী চাইতে পারছেন না, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি সবার দৃস্টি অগোচরে আপনাদের ঘরে খাবার পৌঁচে দিব। আমাদের এই সেবা আগামী দিনে অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
প্রতবেদক:শিমুল হাছান,১৫ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur