নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে আসার পর শ্বশুরবাড়িতে মৃত্যু হওয়া সেই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
জেলার সিভিল সার্জন মো.সাখাওয়াত উল্লাহ বলেন, সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাংগা গ্রামের ৪১ বছর বয়সী ওই ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন বলে তারা বুধবার আইইডিসিআর থেকে পাঠানো প্রতিবেদনে জানতে পেরেছেন।
সিভিল সার্জন জানান, নারায়ণগঞ্জ থেকে আসা ওই ব্যক্তি শনিবার বিকেলে কামরাঙ্গা গ্রামে শ্বশুরবাড়িতে মারা যান। তার পৈত্রিক বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাসিমপুর পাদুয়া মুন্সি বাড়িতে। শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ ছিল তার। খবর পেয়ে তারা মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। বিশেষ ব্যবস্থায় তাকে দাফন করা হয়।
সিভিল সার্জন বলেন, ওই ব্যক্তি নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করতেন। সেখানে এসিআই ওষুধ কোম্পানিতে চাকরি করতেন তিনি। গত ১ এপ্রিল স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি কামরাঙ্গা আসেন। শনিবার দুপুরের দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। আর বিকেলে তিনি মারা যান।
এ জেলায় একজন চিকিৎসকসহ মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জানিয়ে সিভিল সার্জন বলেন, তাদের মধ্যে রয়েছেন মতলব উত্তরে চিকিৎসকসহ চারজন আর চারজন হলেন চাঁদপুর সদর উপজেলার।
চাঁদপুর করেসপন্ডেট,১৫ এপ্রিল ২০২০