নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ব্যাজ পরানো হয়েছে।
আজ ১৫ এপ্রিল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে ব্যাজ পরানো হয় নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শককে। ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
এর মধ্যে দিয়ে বেনজীর আহমেদ সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন। আইজিপি হিসেবে জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হয় গত ১৩ এপ্রিল। আজ বুধবার ১৫ এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন নতুন আইজিপি।
অনুষ্ঠানে গণভবনে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো.তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা ব্যুরো চীফ,১৫ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur