চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শহর থেকে আসা ২০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশে দিয়েছে। নির্দেশ অমান্যকারী জরিমানা করা হবে বলে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
৮ এপ্রিল বুধবার চাঁদপুর টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মেজবাহ উল আলম ভূইয়া।
হাইমচর উপজেলার জনগণে জীবনের নিরাপত্তা ও যাতে করে লোক এ ভাইরাসের আক্রান্ত না হয় গ্রামের গ্রামের গিয়ে সচেতনতা এবং লোকজন যেন ঘর থেকে বের না হয় সেজন্য দিন ভর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন হাইমচর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেজবাহ উল আলম ভূইয়া।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
বুধবার ৮ এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদক : বিএম ইসমাইল, ৮ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur