সৌদি আরবের মদিনায় মোঃ নাছির উদ্দীন (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তিনি বেশ কয়েক যাবৎ জ্বর সর্দি শ্বাসকষ্ট নিয়ে করোনা সন্দেহে মদিনায় আল’দার হাসপাতালে ভর্তি হন। সোমবার ভোরে তিনি মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
মোঃ নাছির উদ্দীন দীর্ঘদিন মদিনায় তাইয়্যেবা মার্কেটের ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মৃত মোখতার আহম্মদের পুত্র।
বাংলাদেশে কনস্যুলেট জেনারেল মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে তিনি করোনাভাইরাস আক্রান্ত কিনা তা এখনো জানা যায়নি হসপিটাল রিপোর্ট পেলেই জানিয়ে দেয়া হবে।
মোঃ মাহবুব আলমঃ সৌদিআরবে মদিনা থেকেঃ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur