করোনাভাইরাস মেলেনি চাঁদপুরে পরীক্ষা করানো ১০ জনের। চাঁদপুরের পাঁচটি উপজেলার করোনাভাইরাসের উপসর্গ থাকা ১০জনের শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে। তবে কারও দেহেই করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও জেলা সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ আজ ৬ এপ্রিল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, গত শুক্রবার চাঁদপুরের ৫টি উপজেলা থেকে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ১০জনের নমুনা সংগ্রহ করা হয়। প্রতিটি এলাকা থেকে জ্বর, সর্দি ও কাশি আছে, এমন দুজন করে বেছে নেওয়া হয় । পরে এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তিন দিন পর সেখান থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, এই ১০জনের সবার পরীক্ষার ফলই ‘নেগেটিভ’ এসেছে।
সিভিল সার্জন আরও বলেন, পরবর্তীতে সিভিল সার্জনের কার্যালয় জেলার বিভিন্ন স্থান থেকে আরও সাতজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে। তবে সেগুলোর পরীক্ষার ফল এখনো হাতে আসেনি।
বার্তা কক্ষ, ৬ এপ্রিল ২০২০
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur