চাঁদপুরর মতলব দক্ষিণ উপজেলায় অন্তত ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহাযতা করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার সুমন আহমেদ। ৮ এপ্রিল বুধবার তার জন্মস্থান উপজেলার নায়েরগাঁও এলাকায় এসব খাদ্য প্রদান করেন। এরমধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি আটা, ১ জি তেল, হাফ কেজি পেঁয়াজ, হাফ কেজি ডাল।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নায়েরগাঁও আদর্শ স্বেচ্ছাসেবক সংগঠনের সহযোগিতায় এসব বিতরণ করা হয়। এসময় সংগঠনটির উপদেষ্টা মো. ছিদ্দিক সরদার, মাসুদ খান, সভাপতি মো. মামুন, সাধারণ সম্পাদক সাব্বির, যুগ্ম সম্পাদক বাপ্টিসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সুমন আহমেদ জানান, আশা করি এলাকার অন্যান্য বিত্তভানরাও অঘিষোতি লকডাউনে এগিয়ে আসতে হবে। যাতে করে গরীব অসহায় মানুষজন কিছুটা হলেও সহায়তা পেতে পারে।
প্রেস বিজ্ঞপ্তি, ৮ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur